সংবাদ দাতা : সৈয়দ রুবেল ঝালকাঠি : সারাদেশে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার ও উদ্যোক্তা উন্নয়নের সুযোগ নিয়ে ১০/০২/ ২০২৫ ইং তারিখ ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক (উপসচিব) জনাব শাহ মো: রফিকুল ইসলাম। বক্তারা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার প্রায় ৬৫.৮% কর্মক্ষম মানুষ, যার ৮৫.৫% অনানুষ্ঠানিক খাতে কর্মরত। পাশাপাশি, বর্তমানে দেশে প্রায় ২৩.৬ লক্ষ মানুষ বেকার। সকলকে কর্মসংস্থানের আওতায় আনতে পারলে জাতীয় অর্থনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে। প্রবৃদ্ধির এ ধারাকে ধরে রাখতে চাকরির পেছনে না ছুটে নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার ওপর জোর দিতে হবে ।নিজের যোগ্যতা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেশন গ্রহণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ও সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।