1. dohartv2@gmail.com : ইটিভি ২৪ : ইটিভি ২৪
  2. info@www.etv24online.com : ইটিভি ২৪ :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

দোহারে ডাকাতের গুলিতে ১৫ জন আহত, একডাকাত আটক

মো. জাকির হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ঢাকার দোহারে ডাকাতের এলোপাতাড়ি গুলিতে ১৫ জন আহত হযেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের দেবীনগর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের গুলিতে ১৫ জন আহত হয়েছে বলে বিষটি নিশ্চিত করেছেন আহতদের স্বজনরা। স্থানীয সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটায হঠাৎ প্রতিবেশি নিলুসহ কয়েকজনে ডাকচিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা এলাকাবাসী জো হয়ে ডাকাতদের ঘিরে ফেলি, এ সময় মুখোশধারী কয়েকজন ডাকাত দলের এলোপাতাড়ি ছুড়া গুলিতে দেবীনগর এলাকার শাহজাহান বেপারীর ঁছেলে মাসুদ বেপারী (১৮), করম আলীর ছেলে হোসেন আলী (৪০) সহ আরো ১৩ জন আহত হয় । গুলিতে গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মাসুদের বড় ভাই মো. জাকির হোসেন বলেন, রাত প্রায় আড়াইটায় আমাদের এলাকায় ডাকাত দল হানা দেয়। গ্রামবাসী চিৎকার দিলে আমরাও ঘর থেকে বের হই। তখন ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আমার ভাই মাসুদের হাত, পা ও পিঠসহ বিভিন্ন স্থানে মোট ৯টি গুলি লাগে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক। এছাড়া হোসেন আলীর পিঠে ও মাথায় গুলিবিদ্ধ হয়। তাঁর শরীরেও বেশ কয়েকটি গুলি লাগে। এসময় উত্তেজিত এলাকাবাসী এক ডাকাতকে ধরে, উত্তম মাধ্যম দিয়ে দোহার থানা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সত্যতা জানিয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানায, রাতে খবর পেয়ে দ্রুতত্ব ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। সে সাথে এক ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। একটি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.ফারুক জানান, ভোরের দিকে ঢাকার দোহার এলাকা থেকে ওই দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ কে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত অধিকার নিউজ-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট