ঢাকার দোহার উপজেলায় সামিয়া (৮) ও রাইসা (৭) নামে দুই খালাতো বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ দুপুরে সুতারপাড়া খালপাড় এলাকায় একটি নদীতে গোসল করার সময় সাঁতার না জানার কারণে তারা ডুবে মারা যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিকে সামনে রেখে গত সোমবার দুই বোন তাদের নানাবাড়ি সুতারপাড়া খালপাড় গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার, দুপুরে তারা পরিবারের অগোচরে প্বার্শবর্তী নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায়, পানিতে ডুবে যায় তারা। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত সামিয়া দোহার উপজেলার নারিশা লঞ্চঘাট এলাকার সামছুল হকের মেয়ে। অন্যজন রাইসা একই উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকার মো. মুকসেদের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, তারা খালাতো বোন ছিল এবং প্রায়ই একসঙ্গে সময় কাটাত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খালটি অগভীর হলেও বর্ষায় পানির স্রোত বেড়ে যায়, যা শিশুদের জন্য বিপজ্জনক।