ঢাকার দোহার উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় পানিতে ডুবে যজুবায়ের নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের দোহার পৌরসভার ব্যঙ্গারচর এলাকার মো.জুলহাস মিয়ার ছেলে। জানা যায়, সোমবার দুপুর ১২টায় জুবায়ের বাড়ির পাশে একা খেলা করতে ছিল । কিছুক্ষণ পর তার মা ছেলে জুবায়েরকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুজি করতে থাকেন। দেড় ঘন্টা পর বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসে উঠে। পরে স্বজনসহ স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষনা করেন।এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের কান্নায় আঁকাশ বাতাস ভারি হয়ে উঠে।