1. dohartv2@gmail.com : ইটিভি ২৪ : ইটিভি ২৪
  2. info@www.etv24online.com : ইটিভি ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

দোহারে বাজার মনিটরিং ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে নিত্যপন্যের বাজার মনিটরিং ও ঈদ যাত্রায় গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। রোববার উপজেলার জয়পাড়া লটাখোলা নতুন বাজার, পালামগঞ্জ এলাকায় পশুজাত মাংসের দোকান, গরুর দুধের পাইকার বাজারে সকাল থেকেই দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি মানহীন দুধ, গরুর মাংস বিক্রয়ের অপরাধে প্রায় ৫০ লিটার দুধ, ১৫ কেজি গরুর মাংস ধ্বংস করা হয়। এসময়ে দোহার উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীম হোসেনের একটি দক্ষ ট্যাকনিক্যাল টিম উপস্থিত ছিলেন। এ ছাড়াও গণপরিবহনের ঈদ যাত্রায় ভাড়া নিয়ন্ত্রণে উপজেলার থানার মোড়, বাসস্ট্যান্ডে, কলেজ মোড়, মৈনট ঘাটে অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে পণ্য জব্দের পাশাপাশি মোট ৬ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোহার থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা প্রদান করেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত অধিকার নিউজ-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট