ঢাকার দোহারে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. মামুন লালা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মামুন লালা উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর এলাকার শেখ জয়ধরের ছেলে। মানুন দুর্ঘাটনায় নয়, তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবী। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মাসুদ লাল। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় উপজেলার নারিশা ইউনিয়নের মুজিবুর টেকনিক্যাল এর সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মামুন লালসহ পিছনে থাকা অন্যজন ছিটকে পড়ে যায়। এরপর, মামুন তরিগরি করে উঠে পিছনের সেই ব্যক্তিকে উঠতে সাহায্য করেন। এরই মধ্যে হটাৎ করে মাটিতে পড়ে যায় মামুন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মানুনকে মৃত ঘোষণা করেন। পরে মামুনের মৃতদেহ বাড়ীতে নেয়া হলে, স্বজনরা তাকে জীবিত আছে বলে চিৎকার শুরু করেন। তাকে দ্রুত ঢাকা নেয়া হলে, সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেছে। নিহতের পিতা শেখ জয়ধর এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করেন এবং সজীব নামের এক যুবককে অভিযুক্ত করেন। সে সাথে তিনি সজীবের নামে মামলা করবেন বলে জানিয়েছেন।