1. dohartv2@gmail.com : ইটিভি ২৪ : ইটিভি ২৪
  2. info@www.etv24online.com : ইটিভি ২৪ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জ আলাদা আসন চেয়ে লিফলেট বিতরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো. জাকির হোসেন: ঢাকার দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধারে গণ সচেতনতার অংশ হিসেবে, কমিটি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। ১০ ও ১১ জানুয়ারি সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সভাপতিতে ও সদস্যসচিব জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ও মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. রাশিম মোল্লা, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন রানা, জয়পাড়া কলেজের সাবেক জিএস ফজলুল হক বেলায়েদী, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, জয়পাড়া কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান শুয়েম, সাবেক ছাত্রনেতা কবীর আহমেদ, গণঅধিকার পরিষদের দোহার উপজেলার আহ্বায়ক আব্দুর জব্বার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদুর রহমান আদনান, মো. বিল্লাল হোসেন, এআর শিপন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির, বৃহত্তর ঢাকা জেলার দপ্তর সম্পাদক কাজী মাসুদ, অ্যাডভোকেট সুমন মৃধা, অ্যাডভোকেট মনির হোসেন, সুমন, সোহাগসহ অনেকে। এসময় উপস্থিত বক্তারা বলেন, ঢাকার কাছে হওয়ার পরেও দোহার নবাবগঞ্জ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এক সময় দোহার নবাবগঞ্জ দুটি আলাদা আসন ছিল কিন্তু ২০০৮ সালেঅাও য়ামীলীগকে সুবিধা দিতে আসন দুটি একত্রিত করা হয়। এরফলে দোহার নবাবগঞ্জের উন্নয়ন সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত হয়। দোহার নবাবগঞ্জের উন্নয়নে আসন দুটি আগের রূপে ফিরিয়ে আনা, এখন আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ , গণধিকার পরিষদ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দোহার নবাবগঞ্জ আসন পুনরুদ্ধার আন্দোলনকে সমর্থন জানায়। দোহারের জয়পাড়া, মালিকান্দা, লটাখোলাসহ প্রায় ২০টি স্পটে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমে এলাকাবাসী সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এবং এমন কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত অধিকার নিউজ-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট