মো. জাকির হোসেন : ঢাকার নবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে সেন্টু বিশ্বাস, মো. ওমর ফারুক ও মো. রনি নামে তিন ডাকাতকে আটক করেন এবং ডাকাতের ৮ থেকে ৯ জন অন্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর মোড়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক ভাবে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌছলে ডাকাত দলটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সেন্টু বিশ্বাস, মো. ওমর ফারুক ও মো. রনি নামে তিন ডাকাতকে আটক করেন। ডাকাতের অন্য ৮ থেকে ৯ জন সদস্য পালিয়ে যায়। সে সাথে তাহাদের ব্যবহৃত ট্রাকটি তল্লাশি করে ডাকাতির উদ্দেশ্য ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা নাবাবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্ততি গ্রহন করেন এবং ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলো। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা দাখিল করা হয়।পরে পুলিশি পাহাড়ায় ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। আটককৃত সেন্টু বিশ্বাস, বরিশালের কোতয়ালী থানার তালতলী এলাকার আঃ জব্বার কালু মিয়ার ছেলে, ওমরফারুক কামরঙীচরের মৃত আবেদ আলীর ছেলে ও সাহাবুদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া এবং মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে। ডাকাতির কাজের জব্দকৃত আলামত: একটি ছয় চাকার ১.৫ টনের মিনিট্রাক, ২টি লোহার তৈরী কাটার, লম্বা ৩৬ ইঞ্চি, একটি ১.৫ ইঞ্চি সবুজ রংয়ের প্লাষ্টিকের পাইপ, লম্বা ৭২ ইঞ্চি, একটি হ্যাক্স ব্লেড লম্বা ১৮ ইঞ্চি, ৫টি হেক্স ব্লেড লম্বা ১২ ইঞ্চি, ৪টি লোহার রড যার দুই পাশে প্যাচ কাটানো, লম্বা-২৪ ইঞ্চি, ৫ সেলাই রেঞ্জ, লম্বা ১০ ইঞ্চি, ১টি চাকু লম্বা ০৯ ইঞ্চি, এক জোড়া হ্যান্ড গ্লাভস।