ঢাকার নবাবগঞ্জে আব্দুস সালাম (৫০) নামে এক ব্যক্তিকে পিড়ির আঘাতে হত্যার অভিযোগে স্ত্রী জোৎস্না ও শাশুড়ি রওশনআরাকে আটক করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুরে উপজেলার গালিমপুর মিয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের স্ত্রী জোৎস্না ও শাশুড়িকে আটক করেছে। নিহত সালাম দোহার উপজেলার কাটাখালী এলাকার নিয়মত সুকানির ছেলে। তিনি পরিবার নিয়ে গালিমপুর মিয়াহাটি এলাকায় শশুর বাড়ি খাকতেন এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে বাড়িতে আসেন আব্দুস সালাম। এসময় স্ত্রী জোৎস্না ছেলে আরাফাতকে সাথে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফেরেন। খাবার খাওয়া নিয়ে স্বামী সালাম ও স্ত্রীর সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী জোৎস্না কাঠের পিড়ি দিয়ে স্বামী সালামের মাথায় আঘাত করেন। আহতাবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গালিমপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফয়সাল হাসান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে নিহতের লাশ পুলিশ হেফাজতে থানায় নিয়ে যান। এঘটনায় পুলিশ নিহতের স্ত্রী জোৎস্না ও শাশুড়িকে আটক করেছেন বলে জানা গেছে। দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে ধরা হচ্ছে। আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।