1. dohartv2@gmail.com : ইটিভি ২৪ : ইটিভি ২৪
  2. info@www.etv24online.com : ইটিভি ২৪ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

পেকুয়ায় বিদ্যুতায়ীত কৃষকের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

এইচ,এম শহীদ, পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা;
কক্সবাজারের পেকুয়ায় মটরের তার পুকুরে পড়ে বিদ্যূতায়ীত হয়ে জামাল উদ্দিন (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জামাল প্রতিদিনের ন্যায় পুকুর থেকে সবজি ক্ষেতে পানি সেচতে গিয়ে বিদ্যূতায়ীত হয়ে কাটা পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে জামাল উদ্দিনের মৃত্যূ হয়েছে। নিহত জামাল উদ্দিন ৪ সন্তানের জনক। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে স্বজনদের ও পেকুয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। নিহতের জামাল উদ্দিনের পিতা কামাল হোসেন জানান, জামাল উদ্দিন রমিজ পাড়ার সবজি ক্ষেতে বিদ্যূতচালিত মটর দিয়ে পুকুর থেকে পানি সেচ দিতে যায়। পুকুর পাড়ে বসানো মটরটির ছিঁড়ে গিয়ে পুকুরের পানি বিদ্যূতায়ীত হয়ে যাওয়ায় পুকুরে নামা মাত্রই সে বিদ্যূতায়ীত হয়ে মৃত্যুর কোলে ঢলেবে পড়েন। স্থানীয় প্রতিবেশীরা লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা উদ্ধার করি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বিদ্যূতায়ীত হয়ে জামাল উদ্দিন নামে কৃষকের মৃত্যূর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত অধিকার নিউজ-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট