মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ শামীম হোসেন (৩০) নামক এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবর খোলা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, বাঘড়া বাজার পদ্মা নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে একই উপজেলার জাহানাবাদ এলাকার শামীমের সাথে বরিবরখোলা এলাকার কাউসার ও জাকিরের সাথে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শামীম প্রয়োজনীয় কাজে বরিবর খোলা এলাকায় গেলে কাউসার, জাকির, হাসিব ও হাসানসহ ৭/৮ জন সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত মামীমকে উদ্ধার করে পার্শ্ববর্তী দোহার উপজেলার ফুলতলার আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমান সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থান খুবই সংকটাপর্ণ। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী জানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।